কক্সবাজার জার্নাল ডেস্ক:
প্রেমের ফাঁদে ফেলে অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলেন, যশোর শহরের পুরাতন কসবার বাসিন্দা জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে ঢোল রফিক, সিটি কলেজ পাড়ার মিরাজ হোসেন আকাশ, আরবপুরের তাহসিন বিপ্লাল ও ঘোপ বেলতলার আরাফাত আহমেদ।
এ ঘটনায় রোববার (১০ জুলাই) ওই স্কুলছাত্রী যশোর কোতোয়ালি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।
মামলা সূত্রে জানা যায়, মিরাজ হোসেন আকাশের সাথে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। শনিবার সন্ধ্যায় মেয়েটি আকাশের সাথে শহরের গাড়িখানা রোডে পুনাক মেলায় ঘুরতে যায়। সেখান থেকে তাকে গান শুনানোর কথা বলে রাত ১০টার দিকে অন্য দু’জন সহযোগী বিল্লাল ও আরাফাত বিমান অফিস মোড়ে ঢোল রফিকের অফিসে নিয়ে যায়। সেখানে মদ্যপ অবস্থায় থাকা আসামিরা তাকে ধর্ষণ করে।
এসময় তাকে চড়থাপ্পড় মেরে নির্যাতন করে বলেও অভিযোগ করেছে ওই তরুণী। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে অন্যত্র যাওয়ার সময় তরুণীর চিৎকারে টহলরত পুলিশের একটি দল চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করে। এসময় চারজন আসামি পুলিশের হাতে আটক হয়।
যমুনা টিভি অনলাইন
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-