ঈদগাঁও প্রতিনিধি :
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডিতে বিশ হাজার পিস ইয়াবা উদ্ধার ও দুইজনকে আটক করা হয়েছে।
জব্দ করা হয়েছে পরিবহন কাজে জড়িত একটি ট্রাক।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ কর্তৃক লবণবাহী ট্রাকে কয়েক ঘন্টার এ অভিযান চালানো হয়।
৯ জুলাই দিবাগত রাতে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চৌফলদন্ডি ইউনিয়নের পুরাতন সিএনজি স্ট্যান্ড এলাকায় এ অপারেশন পরিচালনা করে
এ সময় ট্রাক ডাইভার পলাশ দাশ (২৮) ও হেলাপার মোঃ আকাশ (৩০) কে আটক করা হয়। আটককৃতরা পিরোজপুর জেলার পিরোজপুর থানাধীন পেয়ারপুর ও ধানবান্দি ১০ নং ওয়ার্ডের বাসিন্দা।
তল্লাশীকালে একটি বস্তার ভিতরে উল্লেখিত ইয়াবা ট্যাবলেট গুলো পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-