কক্সবাজার জার্নাল ডেস্ক:
আকারে ছোট ও সরকার নির্ধারিত মূল্যের চামড়ায় খরচ বেশি হওয়ায় আড়তদারদের আগ্রহ নেই।
তারা জানালেন, ছাগলের একটি চামড়ার পেছনে তিন কেজি লবণ লাগে। এতে খরচ কমপক্ষে ৩০ টাকা। সঙ্গে শ্রমিক ও পরিবহন মিলিয়ে ৬০ টাকা খরচ হয়।
এদিকে লালবাগের পোস্তার কাঁচা চামড়ার আড়তদাররা গত বছরের তুলনায় এবার চামড়াপ্রতি অন্তত গড়ে ১০০ টাকা বেশি দামে কিনছেন। এতে মৌসুমি ব্যবসায়ীরা কিছুটা লাভবান হচ্ছেন।
যারা চামড়া সংরক্ষণ করছেন তাদের অতিরিক্ত খরচ ৭০ টাকা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। ট্যানারি মালিকদের প্রতিনিধি আব্দুস সালাম বলেন, গড়ে এবার প্রতিটি কাঁচা চামড়ার দাম ১০০ টাকা বেড়েছে।
প্রসঙ্গত, পশুর চামড়া সংগ্রহের সবচেয়ে বড় মৌসুম ঈদুল আজহা। দেশে সারাবছর যে পরিমাণ পশু জবাই হয়, তার ৬০ শতাংশই হয় এই ঈদে।
বাংলা ট্রিবিউন
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-