আনন্দের দিন হাসপাতালে হাহাকার!

বাংলা ট্রিবিউন:
কোরবানির ঈদের দিন সবাই যখন পশু জবাই আর আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত করছেন, তখন রাজধানীর হাসপাতালগুলোতে দেখা গেছে ভিন্নচিত্র। এদিন বিভিন্ন ধরনের বেশকিছু রোগী নতুন করে ভর্তি হয়েছেন, আগে থেকে চিকিৎসাধীনরা তো রয়েছেনই।

রবিবার (১০ জুলাই) দুপুর আড়াইটা পর্যন্ত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ১৩০ জনের বেশি রোগী এসেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এসব রোগীর চিকিৎসায় দৌড়ঝাঁপ করতে দেখা যায় স্বজনদের।

পুরান ঢাকার বংশাল থেকে ঢামেকে চিকিৎসা নিতে আসা মো. হাসানের (৩০) স্ত্রী রাবেয়া বাংলা ট্রিবিউনকে বলেন, স্বামী মাদকাসক্ত হওয়ায় প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থা বেশি খারাপ হলে হাসপাতালে নিয়ে আসি, না হয় ঘরেই পড়ে থাকে। আজ সকাল থেকে হঠাৎ করে খুবই অস্থির হয়ে পড়লে এখানে নিয়ে এসেছি।

রাবেয়ার মতো প্রিয় মানুষটিকে সুস্থ করে তুলতে ঈদের দিন অনেক রোগীর আত্মীয়-স্বজনকে হাসপাতালের বারান্দায় ছোটাছুটি করতে দেখা যায়। তারা যেন ভুলেই গেছেন আজ ঈদের দিন! কেউ খাবার আনতে, কেউ ওষুধ আনতে, কেউ বা পরীক্ষার কাজে ছুটছেন আর ছুটছেন।

আরও খবর