ঈদুল আযহার নামাজে উখিয়ায় মসজিদে মসজিদে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা

ইমরান আল মাহমুদ:
মুসলিম উম্মাহর দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহার নামাজের মোনাজাতে বিশেষ দোয়া কামনা করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও উখিয়া উপজেলার প্রতিটি মসজিদে আল্লাহর নিকট থেকে ক্ষমা প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লীরা।

উপজেলার ঐতিহ্যবাহী রুমখাঁপালং ইসলামিয়া আলিম মাদ্রাসা সংলগ্ন কোলালপাড়া জামে মসজিদে সকাল ৮টায় নামাজ অনুষ্ঠিত হয়। এতে শত শত মুসল্লী জামাতের সাথে নামাজ আদায় করেন। পরে মোনাজাতে আল্লাহর নিকট থেকে ক্ষমা প্রার্থনা করে সকল মানুষের জন্য দোয়া কামনা করা হয়। খুতবা ও মোনাজাত পরিচালনা করেন খতীব এম আহসান উল্লাহ।

এদিকে,ঈদুল আযহার নামাজ জামাতের সাথে আদায় করতে সকাল থেকে শত শত মুসল্লী জড়ো হয়। সকল ভেদাভেদ ভুলে সবাই একে অপরের সাথে কুশল বিনিময় করেন। একইচিত্র দেখা যায়,রুমখাঁ বাজার বড় মসজিদ,পাইন্যাশিয়া জামে মসজিদ সহ সকল মসজিদে।

আরও খবর