আওয়ামী লীগের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানালেন কাদের

কক্সবাজার জার্নাল ডেস্ক:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহায়তায় আন্তরিক থাকার আহ্বান জানান কাদের।

রোববার (১০ জুলাই) ঈদের সকালে নিজ বাসভবনে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, এমন একটি সময়ে ঈদ পালন করা হচ্ছে, যখন করোনা সংক্রমণ বাড়ছে। এ বিষয়টি মাথায় রেখে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ না দেয়। পারস্পরিক সৌহার্দ্য এবং সম্প্রীতির মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং তার কন্যা শেখ হাসিনার উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান তার।

আরও খবর