এবার পদত্যাগের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী!

কক্সবাজার জার্নাল ডেস্ক:
শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনের ভেতর সাধারণ মানুষ ঢুকে পড়ার পর জরুরি বৈঠক ডাকেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। বৈঠকে সর্বদলীয় সরকার গঠনে প্রধানমন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। খবর আল জাজিরার।

খবরে বলা হয়, চলমান রাজনৈতিক সমস্যা সমাধানে সবগুলো রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন রনিল বিক্রমাসিংহে। আর এ আলোচনায় রাজনৈতিক দলগুলো জানায়, তারা চায় প্রেসিডেন্টের সঙ্গে তিনিও যেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। ওই বৈঠকে বিক্রমাসিংহে জানান, সর্বদলীয় সরকার গঠন করার দ্বার উন্মোচন করতে তিনি প্রধানমন্ত্রিত্ব ছাড়তে প্রস্তুত আছেন।

আলজাজিরা জানায়, বড় বিক্ষোভের আশঙ্কার পর প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে নিরাপদ স্থানে সরে যান। প্রেসিডেন্ট ভবনের ভেতর অবস্থিত সুইমিংপুলে গোসল করতে নামেন বেশ কয়েকজন বিক্ষোভকারী। তখন তাদের হাসি-তামাশা করতে দেখা যায়। তবে প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে একটুও ছাড় না দেয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা৷

বিক্ষোভকারীরা বলেছেন, গোতবায়া রাজাপাকসেকে অবশ্যই প্রেসিডেন্টের পদ ছাড়তে হবে। তার ভাই সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে শ্রীলঙ্কার অর্থনীতির এমন দুরবস্থার জন্য দায়ী।
যমুনা টিভি অনলাইন

আরও খবর