রোহিঙ্গা শিবিরে আরসার ফতোয়া কমিটির চেয়ারম্যান গ্রেফতার

কক্সবাজার জার্নাল রিপোর্ট •

রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরসার ক্যাম্প ভিত্তিক ফতোয়া কমিটির কথিত চেয়ারম্যান নুর মোহাম্মদ (৪৮) কে গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তাকে ৭ নং ক্যাম্প হতে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বা এপিবিএন পুলিশের অধিনায়ক নাইমুল হক আরসা গ্রুপের পলাতক সন্ত্রাসীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।

উখিয়া কুতুপালং ক্যাম্প-৭, সাব ব্লক সি-১ এর একটি দোকান থেকে আরসার ফতোয়া কমিটির কথিত এ চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নুর মোহাম্মদ ঐ ক্যাম্পের লাল মোহাম্মদের ছেলে বলে জানা গেছে। তবে ধৃত আসামির কাছ থেকে কোন কিছু উদ্ধার করা হয়নি।

গ্রেফতারকৃতের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ও উখিয়া থানায় হস্তান্তর।

আরও খবর