কক্সবাজার প্রতিনিধি •
কক্সবাজারের কলাতলীতে সৈকত শর্মা (২৮) নামের এক সেলুন কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সদরের ঝিলংজা এলাকার রবি শর্মার ছেলে।
বুধবার (৬ জুলাই) দুপুর ১২টায় লাশটি উদ্ধার করা হয়। তিন মাস ধরে তিনি কলাতলী সৈকত এলাকার একটি সেলুনে কাজ করতেন।
কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) মকবুল হোসেন জানান, সকালে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের জানায়। নিহত যুবকের শরীরে বড় কোন আঘাত নেই। তবে দুই হাতের কনুইয়ে চামড়া ছিলে গেছে। তার লাশ মর্গে পাঠানো হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-