উখিয়ায় বিনামূল্যে ৬শ কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, উখিয়া :

উখিয়ায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিব।

কৃষিই সমৃদ্ধি এ শ্লোগানকে সামনে নিয়ে গত ৩ জুলাই (রোববার) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বিনামূলে কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

২০২১-২২ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ৬০০ জন কৃষক ও কৃষাণীদের মাঝে বিভিন্ন প্রকার রাসায়নিক সার অনুষ্ঠানে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ আমন বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিব।

প্রধান অতিথি বক্তব্যে বলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সকল উন্নয়নের চাবিকাঠি কৃষক। কৃষক ভাল থাকলে সকলে ভাল থাকবে। তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং প্রধানমন্ত্রীর জন্য সকলের কাছে দোয়া চান।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদারের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিউটন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্হ্য অধিদপ্তরের ডাক্তার মিল্টন সেন গুপ্ত, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রোকুজ্জামান, মেরিন ফিশারিজ অফিসার কামরুল হাসান সুমন, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, কৃষকবৃন্দ প্রমুখ।

অনুষ্টানে উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার জানান, প্রণোদনা আওতায় প্রান্তিক পর্যায়ে থাকা কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। বর্তমান কৃষি বান্ধব সরকারের প্রান্তিক পর্যায়ের কৃষকদের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচি বিশেষ ভূমিকা পালন করে থাকে বলেও জানান তিনি।

এসময় তিনি ধানের উচ্চ ফলন পেতে বীজের ব্যবহার বিধি ও সার প্রয়োগের বিষয়ে তথ্য সম্বলিত নির্দেনা প্রদান করেন।

উল্লেখ্য, প্রতিজন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।

আরও খবর