গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফে বিজিবিও পুলিশ সদস্যরা পৃথক দুটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে আইস ও ইয়াবার চালান উদ্ধার করেছে।
এই দুটি অভিযানে মাদক ব্যবসায় জড়িত ৫ নারী-পুরুষকে আটক করতে সক্ষম হয়েছে অভিযানিক দল। পুলিশের পাঠানো
তথ্য সূত্রে জানাযায়, গোপন সংবাদের তথ্য অনুযায়ী ৬ জুলাই (বুধবার) ভোর রাতের দিকে থানায় কর্মরত এসআই আব্দুর রইফ বুল বুল’র নেতৃত্ব পুলিশের একটি দল টেকনাফ পৌরসভা ৪নং ওয়ার্ড ইসলামাবাদ এলাকার দিল মোহাম্মদ’র পুত্র মাদক কারবারে জড়িত নুরুল ইসলামের বসত বাড়ীতে তল্লাশী অভিযান পরিচালানা করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করে এসময় উক্ত বসতবাড়ী থেকে মাদকের চালান নিতে আসা দুই নারী ও দুই পুরুষ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
ধৃতরা হচ্ছে, টেকনাফ পৌরসভা ৪নং ওয়ার্ড ইসলামাবাদ এলাকার দিল মোহাম্মদ’র পুত্র নুর ইসলাম(৪০), ঢাকা গাজীপুর কালিয়াকৈর এলাকা থেকে মাদক নিতে আসা মৃত হযরত আলীর পুত্র রাজু আহমদ(৪৮), কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কসবা কোল্লাবাড়ি এলাকার আবুল হোসন’র কন্যা মাহমুদা আক্তার রেসমা(২২) ও একই এলাকার আবুল হোসন’র কন্যা কল্পনা আক্তার(৩৪)।
অপরদিকে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে:কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার’র পাঠানো প্রেস বার্তা সুত্রে জানাযায়, ৬ জুলাই(বুধবার) গভীর রাতে হ্নীলা বিওপিতে দায়ীত্বরত বিজিবির একটি চৌকষ দল হ্নীলা ইউপি অন্তর্গত নাফনদী বেড়ীবাঁধ এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ১ কেজি,৫৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস,১০ হাজার ইয়াবাসহ ফোরকান নামে এক কারবারীকে আটক করতে সক্ষম হয়।
ধৃত কারবারী হচ্ছে, হ্নীলা দরগাহ পাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর পুত্র।
তিনি আরো জানান, মাদক পাচার প্রতিরোধে সীমান্ত প্রহরী বিজিবি সৈনিকরা সদা প্রস্তুত হয়ে রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। যে সমস্ত অপরাধীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদক পাচার অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই সমস্ত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য বিজিবির মাদক বিরোধী চলমান অভিযান অব্যহত আছে এবং থাকবে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) হাফিজুর রহমান বলেন বিজিবি,পুলিশের পৃথক অভিযানে মাদক ব্যবসায় জড়িত ধৃত ৫ নারী-পুরুষের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-