কক্সবাজার জার্নাল রিপোর্ট •
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ১৬ মাসে ২০ লাখেরও বেশি ইয়াবা উদ্ধারের মাইলফলক স্পর্শ করেছে। এর মধ্যে চলতি বছরের প্রথম ছয় মাসেই প্রায় ১৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করে তারা।
৮ এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. কামরান হোসেন জানান, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ থেকে ৮ এপিবিএন উখিয়ায় ১১টি এফডিএনএন ক্যাম্পে অপারেশনাল কার্যক্রম শুরু করে সর্বশেষ চলতি বছরের জুলাই মাসের ৪ তারিখ পর্যন্ত ২০ লাখ তিন হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করে।
এছাড়া উল্লিখিত সময়ে এম-১৬ এসল্ট রাইফেলসহ ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৩৪ রাউন্ড গুলি, ২৩৫টি দেশীয় অস্ত্র, ৯১ ভরি স্বর্ণ, ৬৬ লাখ বাংলাদেশি নগদ টাকা, ৮২ হাজার বাংলাদেশি টাকার জাল নোট, সাড়ে তিন লাখ বার্মিস মুদ্রা ও বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ পণ্য জব্দসহ ৯৭২ জন দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়।
এই মাইলফলক অতিক্রম করায় ৮ এপিবিএন কমান্ডিং অফিসার (পুলিশ সুপার) মোহাম্মদ সিহাব কায়সার খান সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও মাদক উদ্ধার কার্যক্রম জোরদার করতে সকলকে নির্দেশনা প্রদান করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-