কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

কক্সবাজার জার্নাল প্রতিবেদক •

কক্সবাজার সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টে গোসল করতে নেমে তানভীরুল হক তামিম (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তামিম কক্সবাজার বাস টার্মিনাল এলাকার নুরুল হকের ছেলে এবং কক্সবাজার বায়তুশ শরফ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।

এ ঘটনায় মাহিম (১৪) নামে আরও এক স্কুল ছাত্রকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। মাহিম কক্সবাজার শহরের জেল গেইট এলাকার নুরুল ইসলাম ভুট্টোর ছেলে। সে উত্তরণ মডেল স্কুলের ছাত্র।

নিহতের সহপাঠী, কক্সবাজার বায়তুশ শরফ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র নসির ইকবাল নাহিদ জানায়, বিকেলে তামিমসহ তারা ৬ বন্ধু টিউব নিয়ে সীগাল পয়েন্টে গোসল করতে নামে। এর মধ্যে ৩ জন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী ও ৩ জন উত্তরণ মডেল স্কুলের ছাত্র।

গোসলের এক পযায়ে দুই জন হঠাৎ স্রোতের টানে ভেসে যায়। দ্রুত তীরে উঠে এসে খবরটি তারা তাৎক্ষনিকভাবে লাইফগার্ড কর্মীদের অবহিত করে।

উদ্ধার কাজে অংশ নেওয়া সী-সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার মো. ওসমান জানান, খবর পেয়ে সেখানে দায়িত্বরত লাইফগার্ড কর্মীরা প্রথমে মাহিমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

পরে তামিমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। মাহিম বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও খবর