আবাসিক হোটেলে অনৈতিক কাজ, বিশেষ মুহূর্তে ধরা নারীসহ ৩৮ জন

ডেস্ক রিপোর্ট •

ফাইল ছবি

বগুড়ায় শহরের বিভিন্ন আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৩৮ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ৩৮ জনের মধ্যে ২৩ জন পুরুষ এবং বাকি ১৫ জন নারী।

এদের অধিকাংশের বাড়ি বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, ফেনী, নেত্রকোণা, ভোলা, টাঙ্গাইল, গাইবান্ধা, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, নওগাঁ, দিনাজপুর, বরিশাল ও নাটোর।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে শহরের বিভিন্ন আবাসিক হোটেল থেকে ৩৮ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হবে।

আরও খবর