টেকনাফে নৌকার পাটাতনে লুকিয়ে আইস-ইয়াবা পাচার, যুবক গ্রেপ্তার

টেকনাফ অফিস •


কক্সবাজারের টেকনাফে নৌকার পাটাতনের নিচে লুকানো এক কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৫০ হাজার ইয়াবা পাচারের সময় এক যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি। গ্রেপ্তার মো. ফারুক (৩০) উপজেলার হ্নীলা ইউনিয়নের নুর আহমদের ছেলে।

শুক্রবার (১ জুলাই) সন্ধ্যায় উপজেলার আন-নুর চিংড়ি ঘের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, গোপনসূত্রে মিয়ানমার থেকে মাদকের চালান আসার সংবাদ পেয়ে আন-নুর ঘের এলাকায় অভিযান চালায় বিজিবি। পরে হস্তচালিত একটি নৌকা আসতে দেখে তাকে ধাওয়া করেন তারা। এ সময় পালানোর চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে ওই নৌকার পাটাতনের নিচে লুকিয়ে রাখা ৫০ হাজার ইয়াবা এবং মাটি খুঁড়ে ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার যুবককে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর