কক্সবাজার প্রতিনিধি •
এবার কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে দেখা মিলেছে ‘ইয়োলো-বিল্ড সি’ সাপের।
শুক্রবার (১ জুলাই) সৈকতের সুগন্ধা পয়েন্টে সাপটি দেখতে পান স্থানীয়রা। বিরল প্রজাতির সাপ দেখার খবর পেয়ে সাপটি দেখতে সৈকতে ভিড় করেন পর্যটকরা।
মাহবুব নামের এক বীচকর্মী বলেন, সৈকতে ‘ইয়োলো-বিল্ড সি’ সাপটি দেখতে পান স্থানীয় কয়েকজন। তারা গায়ে বালু মারতে থাকলে সাপটি সাগরে চলে যায়। এটি বিষধর সাপ। এদের পেটের রঙ হলুদ এবং দেহের উপরিভাগ কালো।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় পরিবেশবাদী ও সাংবাদিক আহমদ গিয়াস।
তিনি জানান, গোটা বিশ্বের স্থল ও সমুদ্র ভাগের সব সাপের মধ্যে ‘ইয়োলো-বিল্ড সি’ সাপ চতুর্থ। এটা বিষধর সাপ। সচরাচর এদের দেখা যায় না। গত বছরের জুনে কক্সবাজার সমুদ্র সৈকতে এই সাপ দেখা যায়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-