মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা প্রশাসনের ৬ কর্মকর্তা-কর্মচারীকে তাঁদের অবদানের জন্য শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করা হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বুধবার ২৯ জুন শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত কর্মকর্তা-কর্মচারীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।
কক্সবাজার জেলায় ২০২১-২০২২ অর্থবছরে জেলা ও উপজেলা পর্যায়ে যেসব নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তা ও কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়, তাঁরা হলেন-জেলা পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) (গ্রেড ০৩-০৯) জাহিদ ইকবাল, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড ১০-১৬) মেসবাহুল করিম, অফিস সহায়ক (গ্রেড ১৭-২০) রিফাত উদ্দিন। উপজেলা পর্যায়ে টেকনাফের সাবেক উপজেলা নির্বাহী অফিসার (বর্তমানে সিনিয়র সহকারী সচিব, শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনারের কার্যালয়) (গ্রেড ০৪-০৯) পারভেজ চৌধুরী, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা (বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার এ সংযুক্ত (গ্রেড ১০-১৬) মোস্তফা আহমেদ, কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহায়ক (গ্রেড ১৭-২০)
শংকর কুমার শীল।
কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
‘শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা (সংশোধিত) ২০২১’ অনুযায়ী শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তরা একটি সার্টিফিকেট, একটি ক্রেস্ট ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-