বিশেষ প্রতিবেদক •
নগদ ২০ লাখ টাকাসহ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আটক হয়েছেন কক্সবাজারের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার সার্ভেয়ার আতিকুর রহমান। শুক্রবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টার সময় নগদ টাকাসহ তাকে আটক করা হয়।
দুদুক,কক্সবাজার সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার এলএ শাখায় দায়িত্বরত সার্ভেয়ার আতিককে নগদ ২০ লাখ টাকাসহ আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে এসব টাকার উৎস সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।
সংশ্লিষ্ট সূত্র মতে, শুক্রবার ১ জুলাই সকাল ৯ টায় বেসরকারি বিমান ইউএস-বাংলার একটি ফ্লাইটে তিনি কক্সবাজার থেকে ঢাকা উদ্দেশ্য রওয়ানা হন। এরপর সকাল ১০ টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নগদ টাকাসহ আটক হন তিনি।
কক্সবাজার এলএ অফিসের মহেশখালী অংশে দায়িত্ব পালন করছিলেন সার্ভেয়ার আতিকুর রহমান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-