কক্সবাজার জার্নাল ডেস্ক:
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সরকারের দুর্নীতি হালাল করতে দিতে চায়নি বিএনপি। এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার (১ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, পদ্মা সেতু উদ্বোধনী উৎসবের টাকা বন্যার্তদের জন্য ব্যয় করলে প্রশংসিত হতেন প্রধানমন্ত্রী। সরকার জনগণের আস্থাকে মোটেও প্রয়োজনীয় মনে করে না উল্লেখ করে গয়েশ্বর রায় বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের দাওয়াত গ্রহণ করলে রাস্তায় হাঁটতে পারতো না বিএনপি। জনগণ মেনে নিতো না। দুর্নীতিবিহীন স্বচ্ছতার সাথে সেতু নির্মিত হলে বিএনপি ধন্যবাদ জানাতো। পদ্মা সেতুর অর্থ ব্যয়ের শ্বেতপত্র প্রকাশ করার আহ্বান জানান তিনি। দাবি করেন খালেদা জিয়ার আমলে পদ্মা সেতুর সাইট সিলেকশান ও ফিজিবিলিটি টেস্টের কাজ হয়েছে।
যমুনা টিভি অনলাইন
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-