টেকনাফ অফিস •
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় টেকনাফ সদর ইউনিয়ন আলোচিত সমালোচিত ইউপি সদস্য এনাম মেম্বারকে আটক করেছে পুলিশ।
টেকনাফ মডেল থানায় কর্মরত (ওসি) হাফিজুর রহমান জানান,
বৃহস্পতিবার (৩০ জুন) সকালে টেকনাফ উপজেলা পরিষদ এলাকা তাকে গ্রেফতার করা হয়।
এনামুল হক টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য।
পুলিশ বলছে, ফেসবুকে র্যাবের বিরুদ্ধে অপপ্রচারের দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনে এনামের নামে মামলা রয়েছে। তার বিরুদ্ধে একাধিক অস্ত্র ও মাদকের মামলাও রয়েছে। ২০১৯ সালে ১৬ ফেব্রুয়ারি ১০২ জন আত্মস্বীকৃত ইয়াবা ব্যবসায়ীদের একজন এনাম।
টেকনাফ মডেল থানার ওসি জানান, র্যাবের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় এনামকে গ্রেফতার করা হয়েছে। সে একজন শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-