উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক •

উখিয়া উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ নিরোধ কমিটির মাসিক সভা ৩০ জুন (বৃহস্পতিবার) বেলা ১২টায় অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা মহিলা বিয়য়ক কর্মকর্তা শিরিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার।

সভায় শিক্ষা দক্ষতার মাধ্যমে নারীর ক্ষমতায়ন, অসহায় বিধবা নারীদের প্রশিক্ষনের ব্যবস্থা করণ, ঋন প্রদান ব্যবস্থা করণ, নারী নির্যাতন প্রতিরোধ ও বাল্যবিবাহ নিরোধে করণীয় বিষয়াদি নিয়ে আলোচনায় উঠে আসে।

সভায় সংশ্লিষ্ট উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও খবর