চট্টগ্রাম •
নগরীর চকবাজারের একটি বাসা থেকে চুরি হওয়া বাইকসহ নুরুল হুদা (১৮) নামে এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৬ জুন) রামু ও চকরিয়ায় ৪৮ ঘণ্টার অভিযানে বাইকটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান।
তিনি জানান, গত ৪ মে চকবাজার থানার ডিসি রোডের একটি বাসার পার্কিং থেকে একটি বাইক চুরি হয়। বিষয়টি চকবাজার থানায় মামলা দায়ের করলে বাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হয়।
ফুটেজে দেখা যায়, বাসার দারোয়ান নুরুল হুদাই মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যাচ্ছে। দীর্ঘ দেড় মাস পর অভিযুক্ত দারোয়ান ও চোরাই মোটরসাইকেলের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। অবশেষে কক্সবাজারের রামু ও চকরিয়ায় ৪৮ ঘণ্টা অভিযান চালিয়ে অভিযুক্ত নুরুল হুদা ও চোরাই বাইকটি উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৭ জুন) চোরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-