কক্সবাজার শহরের বাজারঘাটা পুকুরে গোসল করতে নেমে স্কুল ছাত্র নিখোঁজ: লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট •

কক্সবাজার শহরের বাজারঘাটা পুকুরে গোসল করতে নেমে মারুফুল ইসলাম মাহি (১৯) এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে।

শুক্রবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

নিখোঁজ মাহির বন্ধু ইয়াছরিফ রশিদ তামিম জানায়, সকাল ১০ টার দিকে তারা ৯ বন্ধু গোসল নামে। ১১ টার দিকে পুকুর থেকে উঠে আসার পর তারা খেয়াল করেন মাহি উঠে আসেনি।

মাহি কক্সবাজার সিটি কলেজের বিএম শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র এবং দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার আবদুল মালেকের ছেলে।

নিখোঁজের পর থেকে অনেক খোঁজাখুঁজি করে ডুবুরির দল। ইয়াছির লাইফগার্ড কর্মীরা উদ্ধার তৎপরতায় অংশ নেয়। প্রায় পাঁচ ঘণ্টার মাথায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ‘মৃত’ ঘোষণা করেন।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, কয়েকজন বন্ধু মিলে গোসল করতে নেমে এমন ঘটনাটি ঘটেছে বলে আপাতত জেনেছি। লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, স্বাভাবিক মৃত্যু ছাড়া কোনো মৃত্যুই সন্দেহের ঊর্ধ্বে নয়। অভিভাবকদের কোন অভিযোগ আছে কিনা, তদন্ত সাপেক্ষে আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও খবর