কক্সবাজারে দিনমজুর হত্যায় মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি •

কক্সবাজারের চকরিয়ায় দিনমজুর আমির হোছন হত্যা মামলার আসামি আবদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ডুলাহাজারার ইউছুপ মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২৩ জুন) ভোরে ডুলাহাজারার ডুমখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ডুমখালী এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। পরে আজ ভোরে ওই এলাকা থেকে আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। সে আমির হোছন হত্যামামলার মূল পরিকল্পনাকারী ও দুই নম্বর আসামি। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ মে রাত ৮টায় চকরিয়ার মালুমঘাট স্টেশন থেকে আমির হোছনকে ডেকে নিয়ে প্রকাশ্যে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এতে আবদুর রহমান নেতৃত্ব দেয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ছকিনা ইয়াছমিন বাদী হয়ে ডুলাহাজারা ইউনিয়নের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ ও আরও ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

আরও খবর