তাওহীদুল ইসলাম রাপী,কক্সবাজার জার্নাল •
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ আবু তাহের নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
সে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের সৈয়দের পুত্র।
২২জুন (বুধবার) গোপন সংবাদের ভিত্তিতে চাকবৈঠা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, র্যাবের চৌকস আভিযানিক দল চাকবৈইটা গ্রামে অভিযান পরিচালনা করে ৭০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-