৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগের কর্মসূচী

প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগ ২৩জুন দিনব্যাপী ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে।

কর্মসূচীর মধ্যে সকাল ৭ টা দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন,সকাল ৯টায় দলীয় কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান, দুপুর ২টা হতে শহীদ দৌলত ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকাল ৩টায় আলোচনা সভা।

উক্ত কর্মসূচীতে জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

আরও খবর