নিজস্ব প্রতিবেদক, টেকনাফ •
কক্সবাজার টেকনাফ হাইওয়ে সড়কে কাভার ভ্যানের ধাক্কায় টমটম গাড়ি’র দু’জন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪জন।
সোমবার (২০জুন) সকাল ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়ক হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকার সামনে এ দু’ঘটনা ঘটে। নিহত দু’জনই বাস্তচ্যুত মায়ানমার নাগরিক।
তারা হলেন, উনচিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুল গফুরের পুত্র আমির হামজা(৫০) ও একই ক্যাম্পের মো. ইদ্রিসের মেয়ে ইসমত আরা বেগম(১০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় যে,কক্সবাজার দিক থেকে আসা একটি কাভারভ্যান গাড়ি যার নং ঢাকা মেট্রো-ন ১৭-৭৭৫০ গাড়িটি’র ডাক্কায় উনচিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্প দিক থেকে আসা একটি টমটম গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এই ঘটনায় ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। আহত হয়েছে আরও ৪জন।
ঘটনাস্থলে নিহত দু’জনের পরিচয় পাওয়া জানা গেলেও তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম জানান, একটি কাভার ভ্যান গাড়ি’র সাথে টমটম গাড়ি মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দু’জনের মৃত্যু হয়ছে।আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করি এবং এই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি প্রক্রিয়াধীন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-