গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফে “বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক ও স্থানীয় বাসিন্দাদের সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান-সহায়ক সাংবাদিকতা” শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে উপজেলা বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা অংশ নেন।
শনিবার সকাল ৯ টায় পৌরসভার প্রধান সড়কস্থ মিল্কি রিসোর্টের হলরুমে প্রশিক্ষণটির আয়োজন করা হয়। জার্মান সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্টান জিআইজেড এ প্রশিক্ষণের আয়োজন করেন।
প্রশিক্ষণে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক ও স্থানীয় অধিবাসীদের মধ্যে বিরোধের কারণ, প্রভাব এবং সেগুলোর সমাধান সাংবাদিকতায় কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে বিভিন্ন অধিবেশন পরিচালিত হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন, গণমাধ্যম উন্নয়ন ও যোগাযোগ বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান সমষ্টি’র পরিচালক এবং চ্যানেল আই-এর সিনিয়র নিউজ এডিটর মীর মাসরুর জামান, জিআইজেড এর পরামর্শক জাহিদ হাসান ও সমষ্টির গবেষণা পরিচালক রেজাউল হক।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার টি সমন্বয় করেন চ্যানেল আই- এর কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক।
প্রশিক্ষণ শেষে শিক্ষণীয় প্রাণবন্ত একটি কার্যকর প্রশিক্ষণের আয়োজন করায় অংশগ্রহণকারী সাংবাদিকরা আয়োজকদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-