কক্সবাজারে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৫ জানায়,গত ১৪ জুন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার পৌরসভাস্থ ৭নং ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলী এলাকায় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি দল তাৎক্ষণিকভাবে ভোর সাড়ে ৫ টায় ওই বসতঘরে পৌঁছালে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পৌরসভার ৭নং ওয়ার্ড দক্ষিণ পাহাড়তলীর ইসলামপুরের মোঃ ইসমাইল এর পুত্র আবুল কালাম ওরফে বাবুল(৩৭)কে ধরে ফেলে।

পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির বসতঘরের খাটের তোষকের নিচ হতে ১টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করার উদ্দেশ্যে জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ তার হেফাজতে রেখেছিল।

র‌্যাব-১৫ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

আরও খবর