অস্ত্র ও বিপুল পরিমানে গুলি উদ্ধার

রোহিঙ্গা শিবিরে এপিবিএনের সাথে সন্ত্রাসীদের গুলাগুলি

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা •

উখিয়া-টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযানে ১টি অটোমেটিক এসল্ট রাইফেল ৪৯১ রাউন্ড গুলি ও ৪ টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে ৮ ও ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

বৃহস্পতিবার (১৬ জুন) রাতে উখিয়ার ক্যাম্প-১৮ তে ৮ এপিবিএন এর সাথে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলি হয়৷ অন্যদিকে টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।

৮ এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মোঃ কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে উখিয়ার ক্যাম্প-১৮ তে ৮ এপিবিএন এর সাথে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলি হয়। পরে ঘটনাস্থল থেকে ১টি অটোমেটিক এসল্ট রাইফেল ৪৯১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়৷ এবিষয়ে শুক্রবার সকাল ১১ টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

অন্যদিকে টেকনাফ ১৬-এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক জানান, বৃহস্পতিবার দুপুরে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প নুরালীপাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় ড্রোনের সাহায্যে অভিযান পরিচালনা করে দেশীয় ৪ টি আগ্নেয়াস্ত্র এবং ৪ টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

আরও খবর