মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সড়ক উন্নয়ন কাজ, বৈদ্যুতিক তার ও খুঁটি সরানো এবং বিদ্যুৎ বিতরণ বিভাগের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ বিভাগের আওতাধীন কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় শনিবার ১৮ জুন সকাল ৭ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুল কাদের গনি এ তথ্য জানিয়েছেন।
এদিন সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়ে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হয়েছে বলে জানান-প্রকৌশলী মোঃ আবদুল কাদের গনি।
কক্সবাজার শহরের যেসব এলাকায় উল্লেখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সেসব এলাকা হচ্ছে-১১ কেভি মেডিকেল, লোকাল-০১, লোকাল-০৩, বিমান বাহিনী ঘাঁটি, ডিএস-২, বাহারছড়া, নুনিয়ারছড়া এবং ইন্ডাস্ট্রি ফিডারের আওতাধীন সার্কিট হাউজ রোড, জেলা সদর হাসপাতাল, ডিসি অফিস এলাকা, এসপি অফিস, ডিসি মহোদয়ের বাংলো, হিলটপ সার্কিট হাউজ, হিলডাউন সার্কিট হাউজ, এসপি’র বাসভবন সংলগ্ন এলাকা, বাহারছড়া, হলিডে মোড়, সায়মন রোড, বাহারছড়া বাজার, দিল মহল রোড, ঝাউতলা, গাড়ির মাঠ, এয়ারপোর্ট রোড, নুনিয়ারছড়া, এয়ারপোর্ট রোডের বরফকল সমূহ, চেয়ারম্যান পাড়া, নতুন বাহারছড়া, টুটিয়া পাড়া, বদর মোকাম, এন্ডারসন রোড, কৃষি অফিস রোড, বড়বাজার, চাউল বাজার, পেশকারপাড়া, বাজারঘাটা, লালদীঘির পাড় মেইন রোডের উত্তর পার্শ্ব, হলিডে মোড় হইতে লাবনী মোড় পর্যন্ত, ছাতা মার্কেট, ট্যুরিস্ট পুলিশ অফিস, হোটেল কল্লোল, লাবনী মোড় হইতে পাসপোর্ট অফিস, বি এস টি আই অফিস, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ অফিস, সমিতিপাড়া, সমিতি বাজার, নাজিরার টেক, বিয়াম ফাউন্ডেশন, বিমান ঘাটি, এয়ারপোর্ট, ঝাউতলা, গাড়ীর মাঠ, এয়ারপোর্ট রোড, থানা রোড, বদর মোকাম, চেয়ারম্যান পাড়া, ফিশারি ঘাট, মধ্যম নুনিয়ারছড়া, উত্তর নুনিয়ারছড়া, ৬ নম্বর ঘাট সহ তৎসংলগ্ন এলাকা।
প্রকৌশলী মোঃ আবদুল কাদের গনি এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন। তবে আবহাওয়া দূর্যোগপূর্ণ থাকলে কাজ করা সম্ভব না হলে বিদ্যুৎ সরবরাহ চালু থাকবে বলে জানান তিনি। এদিন বিকেল সাড়ে ৪ টার আগে কাজ শেষ হওয়া সাপেক্ষে বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-