টেকনাফে বস্তা ভর্তি আইস ও ইয়াবার চালান উদ্ধার: দুই কারবারি আটক

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •

টেকনাফ সীমান্ত প্রহরী বিজিবি সদস্যরা বিপুল পরিমান আইস ও ইয়াবার চালান উদ্ধার করেছে। এসময় মাদক পাচারে জড়িত দুই কারবারীকে আটক করতে সক্ষম হয় বিজিবি।

আটককৃতরা হচ্ছে, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন ওয়াব্রাং এলাকার মৃত কাদের বশর’র পুত্র আব্দুর রহমান(৩০) ও মৌলভীবাজার এলাকার আব্দুস সালাম’র পুত্র মোহাম্মদ নুর(২৫)।

বিজিবির পাঠানো প্রেস বার্তা সূত্রে জানাযায়, ১৬ জুন (বৃহস্পতিবার) সকালে টেকনাফ ২বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে হ্নীলা বিওপি’র অন্তর্গত নাফনদী মিয়ানমার জলসীমা অতিক্রম করে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করছে।

এরপর উক্ত সংবাদের তথ্য অনুযায়ী (বুধবার) দিনগত রাতে বিজিবির একটি চৌকষ টহলদল তাৎক্ষনিকভাবে হ্নীলা সীমান্ত সংলগ্ন বেড়ীবাঁধ এলাকায় গিয়ে অবস্থান গ্রহণ করে। সেখানে পৌছার কিছুক্ষণ পর ৫ জন ব্যক্তিকে মিয়ানমার হতে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি টহলদল উক্ত ব্যক্তিদেরকে চ্যালেঞ্জ করে দ্রুত তাদের দিকে এগিয়ে যায়।

কারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে একটি প্লাষ্টিকের বস্তা ফেলে দিয়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি তাদের পিছু ধাওয়া করে আব্দুর রহমান(৩০) ও মো. নুর(২৫)কে আটক করতে সক্ষম হয়।
তাদের সাথে থাকা অপর ৩ জন রাতের অন্ধকারে পার্শ্ববর্তী গ্রামের পালিয়ে যেতে সক্ষম হয়।

এরপর ফেলে যাওয়া প্লাষ্টিকের বস্তাটি তল্লাশী করে তিন কোটি টাকা মূল্যের এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়।

এছাড়া আটক অপর আসামী মোহাম্মদ নুর এর দেওয়া তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ শ্মশানঘাট এলাকায় তল্লাশী অভিযান পরিচালনা করে বেড়ীবাঁধের নিকট থেকে পরিত্যক্ত একটি ছাপড়া ঘরের পার্শ্বে অভিনব কায়দায় লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের বস্তুা উদ্ধার করে বস্তার ভিতর হতে ২১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের ৪ কেজি ৩’শ পনেরো গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদক, আটক দুই কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর