গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফে পৃথক দুটি ঘটনায় দুই ব্যাক্তির নিহত হয়েছে।নিহত হওয়া মৃতদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত দুই ব্যাক্তির মধ্যে একজন হচ্ছে হ্নীলা নয়াপাড়া রেজিস্ট্রার রোহিঙ্গা শিবির ডি বল্কে বসবাসকারী মোহাম্মদ তৈয়বের পুত্র নুর কামাল(২১)।
তথ্য সুত্রে জানা যায়, নিহত রোহিঙ্গা ১৪ জুন (মঙ্গলবার) সন্ধ্যার দিকে বিষপান করে।তার স্বজনেরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী রোহিঙ্গা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এরপর খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে বিষপানে নিহত হওয়া রোহিঙ্গা যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
অপরদিকে ১৪ জুন রাতে টেকনাফের উপকুলীয় ইউনিয়ন বাহারছড়া শীলখালী সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে দ্রুতগ্রামী একটি প্রাইভেট কারের ধাক্কায় এক ব্যক্তি মারা যায়। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে কারের ধাক্কায় মারা যাওয়া মৃতদেহটি উদ্ধার করতে সক্ষম হয়। তবে গাড়ীর ধাক্কায় নিহত ব্যাক্তির এখনো পরিচয় পাওয়া যায়নি।
পৃথক ঘটনায় দুটি মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন,
সড়ক দূর্ঘনায় অভিযুক্ত প্রাইভেট কারসহ ঘাতক চালককে আটক করতে সক্ষম হয়েছি।
এদিকে বিষপানে নিহত রোহিঙ্গা যুবক ও সড়ক দুর্ঘটনায় নিহত মৃতদেহ দুটি ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-