ইমরান আল মাহমুদ:
পড়ালেখার পাশাপাশি নানা বিষয়ের অভিজ্ঞতা নিয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল। বুধবার(১৫ জুন) দুপুরে কক্সবাজার উত্তরণ মডেল কলেজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্যারিস্টার নওফেল আরও বলেন,”উত্তরণ মডেল স্কুল এন্ড কলেজে একটি ট্যুরিজম ইন্ডাস্ট্রি হবে। সেখানে সব কার্যক্রমের সুবিধাভোগের জন্য কক্সবাজারের স্থানীয় বাসিন্দা হিসেবে পড়ালেখার পাশাপাশি কর্মমুখী শিক্ষার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে নিজেদের আরও দক্ষ করে গড়ে তুলতে হবে। কক্সবাজার পর্যটন এলাকা। এখানে দেশি বিদেশি নানা ধরনের পর্যটকদের আগমন ঘটে। তাই সব ভাষার প্রতি পারদর্শী হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশকে নিরক্ষর করতে নানা উদ্যোগ হাতে নিয়েছে। এর বাস্তবায়ন আগামীর প্রজন্ম শিক্ষার্থীদের অংশগ্রহণেই হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরণ মডেল স্কুল এন্ড কলেজের সভাপতি এম এম সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল ফোরকান আহমদ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-