উখিয়া প্রতিনিধি •
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সোমেন হত্যা মামলায় আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) ভোরে মধুরছড়া পুলিশ ক্যাম্পস্ত রোহিঙ্গা ক্যাম্প-৪ এর ব্লক-বি এবং সি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ১৪ এপিবিএনের সদস্যরা।
গ্রেপ্তারকৃত রোহিঙ্গারা হলেন- ৪ নম্বর ক্যাম্পের ২৮ সি-ব্লকের মৃত ইছাহাকের ছেলে রফিক (২৫), মৃত মোহাম্মদের ছেলে এনায়েত উল্লাহ (৩২) ও একই ক্যাম্পের ২৫ সি-ব্লকের মৃত কবির আহমদের ছেলে আরিফ উল্লাহ (২৩)।
বিষয়টি নিশ্চিত করেন ১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক।
তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্প-৪ এর ব্লক-বি এবং সি এর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-