মেরিন ড্রাইভে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত, চালকসহ মাইক্রোবাস আটক

নিজস্ব প্রতিবেদক •


টেকনাফ বাহাছড়া উত্তর শীলখালী এলাকায় মেরিন ড্রাইভ সড়কে মাইক্রোবাস চাপায় একজন অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ জনতার সহায়তায় চালকসহ মাইক্রোবাসটি আটক করেছে।

মঙ্গলবার (১৪ জুন) রাত ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহতের পরিচয় পাওয়া না গেলেও লোকটাকে ভবঘুরে হিসাবে চিহ্নিত করেছে স্থানীয়রা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে টেকনাফমুখী মাইক্রোবাসটি (নং ঢাকা মেট্টো গ- ১২-১৭৩৪) বাহরছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকায় অজ্ঞাত ব্যক্তিকে চাপা দেয়।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরবর্তী আইনানুগ প্রক্রিয়া গ্রহনের জন্য মৃদেহটিসহ ধৃত চালককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর