নারীর ক্ষমতায়নে উখিয়ায় ‘অপরাজিতা’র মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক •

উখিয়ায় অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয় ভিত্তিক রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে উখিয়া প্রেস ক্লাবের হলরুমে খান ফাউডেশন অপরাজিতা প্রকল্পের আয়োজনে এ সভা হয়।

মতবিনিময় সভায় উখিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেচ্ছা বেবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে, উখিয়া প্রেস ক্লাবের নির্বাহী সদস্য নুর মুহাম্মদ সিকদার, রাজাপালং ইউনিয়নের মহিলা ইউপি সদস্য খুরশিদা বেগম, রুকসানা বেগম, জালিয়াপালং ইউনিয়নের মহিলা ইউপি সদস্য মরিয়ম বেগম ও অপরাজিতার ২০ জন নারী সদস্য এবং অপরাজিতা প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, অপরাজিতা প্রকল্পের আওতায় নারীদের ক্ষমতায়ন ও সরকারি বিভিন্ন দপ্তরের কাজ সম্পর্কে জানা ও মতবিনিময় এবং নারীরা কি করে প্রতিটা সরকারি দপ্তরে কাজ সম্পর্কে জানতে পারবে সে সম্পর্কে আলোকপাত করা হয়। নারীরা পিছিয়ে থাকবোনা সকল জড়তা ভেঙ্গে সামনের দিকে এগিয়ে যাবে।

আরও খবর