উখিয়ায় চলছে বনভূমি দখল, বিট কর্মকর্তা বললেন নলেজে নেই !

বিশেষ প্রতিবেদক •

রোহিঙ্গা আগমনের পর থেকে উখিয়ার বনভূমি একে একে দখল হয়ে যাচ্ছে। চারদিকে বনভূমি দখলের মহোৎসব চলছে। যে যেভাবে পারছে স্থানীয় বন বিভাগকে ম্যানেজ করে দখল করছে বনভূমি,বনভূমি জায়গায় করছে বিলাসবহুল বাড়ি ।

উখিয়া- টেকনাফ আরকান সড়কের হাইওয়ে পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়া গ্রামের মোহাম্মদ হোসেন প্রকাশ মাতুর ছেলে এলাকার চিহ্নিত ভূমিদস্যু আব্দু রহিম ক্ষমতার দাপট দেখিয়ে প্রকাশ্যে বনভুমির পাহাড় কেটে মাটি ভরাট করে পলিথিনের ঘেরা দিয়ে কোটি টাকা ব্যায়ে স্থাপনা নির্মাণের প্রস্তুতি নিচ্ছে। সরকারি বনভূমি দখলকারী আব্দুর রহিম স্থানীয় কৃষকলীগ নেতা বলে জানা গেছে।

স্থানীয় জনগণের অভিমত , বনবিভাগকে মোটা অংকের টাকা দিয়ে ভুমিদস্যু আব্দুর রহিম এসব করছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে উখিয়া বিট কর্মকর্তা বজলুর রশিদ বলেন, ব্যাপারটি আমার নলেজে নেই, আমি খোঁজ খবর নিয়ে আপনাকে জানাচ্ছি। তবে স্থানীয়রা জানিয়েছে, বিট অফিসার বজলুর রশিদের সাথে আব্দুর রহিমের গোপন চুক্তি রয়েছে।

যোগাযোগ করা হলে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, সড়কের পাশে এরকম হওয়ারতো কথা নয়,আমি এখনই ব্যবস্থা নিচ্ছি।

আরও খবর