গ্লাসে ফেনসিডিল ঢেলে দেন স্ত্রী, টাকা তোলেন ইউপি সদস্য স্বামী

লালমনিরহাট •

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বাদশা মিয়া নামে এক ইউপি সদস্য তার বাড়িতে ফেনসিডিল বিক্রির ব্যবসা করছেন বলে জানা গেছে। ওই ইউপি সদস্যের স্ত্রী স্বপ্না বেগম বাড়িতে আগত মাদকসেবীদের গ্লাসে ফেনসিডিল ঢেলে পরিবেশন করেন আর বাদশা মিয়া টাকা আদায় করেন- এমন এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযুক্ত ইউপি সদস্য উপজেলার গোড়ল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড থেকে নির্বাচিত জনপ্রতিনিধি।

বাদশা মিয়ার বাড়িতে ফেনসিডিল বিক্রির ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সবাই। চলছে সমালোচনার ঝড়। ভিডিওতে দেখা যায়- ইউপি সদস্য বাদশা মিয়ার বাড়িতে তার স্ত্রী স্বপ্না বেগম বড় কাচের গ্লাসে করে ফেনসিডিল ঢেলে আগত মাদকসেবীদের দিচ্ছেন এবং তা পান করার পর বাদশা মিয়া সবার কাছ থেকে টাকা তুলছেন।

স্থানীয় কয়েকজন বলেন, ‘দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করছেন বাদশা মিয়া। প্রভাব বিস্তার করে ব্যবসা ঠিক রাখতেই তিনি ইউপি নির্বাচনে অংশ নিয়েছেন। তারপর ইউপি সদস্য নির্বাচিত হয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন এবং বাড়িতেই বার খুলে বসেছেন। তার ভয়ে এলাকার কেউ মুখ খোলেন না।’

এ বিষয়ে জানতে বাদশা মিয়ার মোবাইলে কল করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি কল কেটে দেন। তারপর একাধিকবার কল করা হলেও তিনি রিসিভড করেননি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। এ ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্যের ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ইউপি সদস্য পলাতক রয়েছেন। তাকে ধরতে অভিযান চলছে।

আরও খবর