মোঃ নেজাম উদ্দিন, কক্সবাজার •
কক্সবাজারের গত দুদিন বিভিন্ন এলাকায় বকেয়াধারী বিদ্যুৎ গ্রাহক, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া আদায় করার জন্য অভিযান পরিচালনা করেছে কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগ (বিউবো)।
গত ১২ জুন রবিবার ও ১৩ জুন সোমবার দুদিন সকাল থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিদ্যুৎ আদালত, চট্টগ্রাম (দক্ষিণ) সি.জে.এম কোট এর ম্যাজিষ্ট্রেট আইরিন পারভীন।
বিদ্যুৎ বিতরণ বিভাগ সূত্রে জানা গেছে ,অভিযানে বকেয়াধারী কক্সবাজারের বিভিন্ন এলাকায় মোট ৫৪ জন গ্রাহকের বিপরীতে ১,২৫,৫৮,৫৪২/- (এক কোটি পঁচিশ লক্ষ আটান্ন হাজার পাচশত বিয়াল্লিশ) টাকার সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের জন্য ১০,০০,০০০/(দশ লক্ষ)টাকা জরিমানা সহ সর্বমোট ১,৩৫,৫৮,৫৪২/- (এক কোটি পয়ত্রিশ লক্ষ্য আটান্ন হাজার পাচশত বিয়াল্লিশ) টাকার মামলা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগ (বিউবো)নির্বাহী প্রকৌশলী আব্দুল গণির তত্ত¡াবধানে সহকারী প্রকৌশলী মোঃ হুমায়ণ কবির, উৎপল ভৌমিক, ফায়সাল ইসলাম বাপ্পি, সোয়েব মাহমুদ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাহবুব আলম, ডিএম সাদিকুজ্জামান,আব্দুর রহমান, নুরুল ইসলাম,মোবাশে^র আহমেদ, আব্দুল্লাহসহ অন্যারা উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ আদালত, চট্টগ্রাম (দক্ষিণ) সি.জে.এম কোট এর ম্যাজিষ্ট্রেট আইরিন পারভীন জানান, কক্সবাজারের কয়েকটি পয়েন্টে গত দুদিন অভিযান পরিচালনা করা হয় । অবৈধ সংযোগ ,বকেয়া বিলসহ বিভিন্ন অনিয়ম রয়েছে তা আইনের আওতায় আনা হয়েছে। বিশেষ করে যারা অবৈধ সংযোগ লাগিয়েছে তাদের আমরা জরিমানা করেছিও যারা বিদ্যুৎ বিল দেননি তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল গণি জানান, যারা অবৈধ বিদ্যুৎ সংযোগসহ বিদ্যুৎ বিল বাকি রেখেছে তাদের বিরোদ্ধে অভিযান চলমান থাকবে।গত দুদিনে কক্সবাজাওর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৫৪ জন গ্রাহকের বিরোদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বকেয়ার দায়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং মামলা সংক্রান্ত জটিলতা এড়াতে বিদ্যুৎ গ্রাহকদের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য অনুরোধ করছি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-