ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এর নিজ শেড থেকে সোমেনকে ডেকে নিয়ে হত্যা করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটে ১০ জুন রাত সাড়ে ১০টার দিকে। এরপর নিহতের পিতা মো. সুফিয়ান বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এজাহারে প্রধান আসামী করা হয় ক্যাম্প-৪ বি-১৬ ব্লকের রিয়াজ উদ্দিনের ছেলে বোখায়ের(৩৪) কে। ১২জনের নাম উল্লেখ ও ১০-১২ জন অজ্ঞাত দিয়ে মামলা দায়ের করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাউদ্দিন।
ঘটনার পর থেকে জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা।
অভিযানের ধারাবাহিকতায় রবিবার (১২ জুন) ভোরে দুজনকে গ্রেফতার করে এপিবিএন সদস্যরা। তারা হলেন,আব্দুল মনসুরের ছেলে মো. মজিদ উল্লাহ(৩৫), নুর আলমের ছেলে আমির হাকিম(৩৭)। রবিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন ১৪ এপিবিএন অধিনায়ক মো. নাইমুল হক।
নিহত সোমেনের পিতার দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত ১০ জুন রাত সাড়ে দশটার দিকে কয়েকজন রোহিঙ্গা নিজ শেড থেকে ডেকে নিয়ে যায় সমিনকে। পরে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকান্ডের নেতৃত্বে ছিলো ১নং আসামী বোখায়ের।
নিহতের বাবা এজাহারে আরও উল্লেখ করেন, ইতিপূর্বে এপিবিএন সদস্যরা এজাহারে উল্লেখিত আসামীদের দুইজন সহযোগীকে গ্রেফতার করে। গ্রেফতারের ঘটনায় সোমেন সহযোগিতা করেছে বলে নানা ভয়ভীতি প্রদর্শন করে দুষ্কৃতকারীরা। এক পর্যায়ে বাড়ি থেকে ডেকে নিয়ে বেদড়ক মারধর করে হত্যা করে।
এদিকে, ক্যাম্পে একের পর এক হত্যার ঘটনায় আতংকে দিনাতিপাত করছে সাধারণ রোহিঙ্গারা। দুষ্কৃতকারীদের ভয়ে কেউ সহজে মুখ খুলতে পারছেনা বলে জানান সাধারণ রোহিঙ্গারা। রাতে ভলান্টিয়ার কার্যক্রমেও ঘটছে ব্যাঘাত।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-