চান্দগাঁওয়ে ইয়াবাসহ উখিয়ার যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম •


চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ফারুক (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শনিবার (১১ জুন) রাত ১১ টায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. ফারুক (২৫) কক্সবাজারের উখিয়ার মৃত নুর আহম্মদের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চান্দগাঁও আবাসিক এলাকা থেকে মো. ফারুক নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা, নগদ ২০ হাজার টাকা ও একটি মোবাইল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরও খবর