সীতাকুণ্ড বিস্ফোরণ: দগ্ধ আরও এক ফায়ার সার্ভিসকর্মীর মৃত্যু

যশোর: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোর অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন গাওসুল আজম নামে আরও একজন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্য মৃত্যুবরণ করেছেন।

রোববার (১২ জুন) দিনগত রাত ৩ টা ১৫ মিনিটে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার গ্রামের বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামে।

নিহতের প্রতিবেশীরা এ তথ্য নিশ্চিত করে বলেন, গভীর রাতে গাউসুল আজম মৃত্যুবরণ করেছে।

আজই দাফনের জন্য তার মরদেহ গ্রামে আনা হচ্ছে।

আরও খবর