ইফতার পর্যন্ত বাঁচার আকুতি জানানো মোরশেদ বলি হত্যার আরেক আসামী গ্রেফতার!

 

কক্সবাজার জার্নাল ডটকম •
কক্সবাজারের পিএমখালীর মোরশেদ আলী প্রকাশ মোরশেদ বলী হত্যার ঘটনায় আরেক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫ সদস্যরা।

শুক্রবার(১০ জুন) রাতে কক্সবাজার জার্নাল কে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১৫ সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।

তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ৫৫মিনিটে টেকনাফ সাবরাং এলাকায় অভিযান চালিয়ে মোরশেদ আলী হত্যায় জড়িত পিএমখালী মাইজ পাড়া এলাকার মৃত ফোরকান আহাম্মদের ছেলে খোরশেদ আলম(৩০) কে গ্রেফতার করতে সক্ষম হয়। খোরশেদ ১৬নং এজাহারনামীয় আসামী বলে জানান তিনি।

আরও খবর