গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফে ২ লাখ ১০ হাজার ইয়াবার চালানসহ আবু সৈয়দ নামে এক কারবারীকে আটক করেছে র্যাব-১৫।
আটক কারবারী হচ্ছে, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন ৩নং ওয়ার্ড ফুলের ডেইল এলাকার নুরুল কবিরের পুত্র।
৯ জুন (বৃহস্পতিবার) ভোররাত সোয়া ৩টার দিকে হ্নীলা বাজার এলাকায় মাদক বিরোধী এই অভিযানটি পরিচালনা করা হয়।
র্যাব-১৫ পাঠানো প্রেস বার্তা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, মাদক কারবারে জড়িত একটি চক্র টেকনাফ উপজেলার হ্নীলা বাজার সংলগ্ন যাত্রী ছাউনীর সামনে মাদকের একটি বড় চালান পাচার করার জন্য অবস্থান নিয়েছে।
উক্ত সংবাদের তথ্য অনুযায়ী র্যাব-১৫ এর আভিযানিক দল ভোররাতের দিকে ঘটনাস্থলে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আবু সৈয়দকে নামে এক কারবারীকে আটক করে। এরপর তার হেফাজতে থাকা একটি বস্তা তল্লাশী করে ২লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় র্যাব।
অভিযান চলাকালীন সময়ে একই এলাকার সোনা মিয়া (৩২) ও রফিক প্রকাশ বারমাইয়া রফিক (৩৫) পালিয়ে যায়।
কক্সবাজার র্যাব-১৫ সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো.বিল্লাল উদ্দিন প্রেস বার্তার মাধ্যমে জানান, আটক ও পলাতক তিন আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-