পেকুয়ায় মাদক ব্যবসায়িদের হামলায় তদন্ত ওসি গুরুতর আহত

মোঃ ফারুক, পেকুয়া:

কক্সবাজারের পেকুয়ায় শাহ আলম নামের এক মাদক ব্যবসায়িকে পাঁকড়াও করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশের দল। হামলায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার গুরুতর আহত হয়েছেন।

বুধবার রাত ১১টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের পেকুয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সাথে ঘটনাস্থলে যান সার্কেল সহকারী পুলিশশ সুপার তৌফিকুল আলম। এসময় তিনি বলেন, গোপন সংবাদে পেকুয়া থানা পুলিশ জানতে পারে মাদক সম্রাট শাহ আলম মাদক বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। এছাড়াও তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তাকে ধরতে গিয়ে পুলিশের উপর হামলা শুরু করে। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)কানন সরকারকে গুরুতর আহত করে। তাকে আটকের জন্য অভিযান জোরদার করা হয়েছে।

আরও খবর