কক্সবাজার জার্নাল জব ডেস্ক •
হিউম্যান রিসোর্সেস ও রিক্রুটিং এজেন্সি ই-জোন এইআরএম লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি কক্সবাজারের চলমান প্রজেক্টে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : ডাটা ম্যানেজার। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : স্ট্যাটিস্টিক, বায়োস্ট্যাটিস্টিক বা কম্পিউটার সায়েন্স বিষয়ে মাস্টার্স পাস।
পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই পাঁচ বছরের মধ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন এজেন্সিতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার চালনার পাশাপাশি এমএস ওয়ার্ড, এক্সেল অ্যান্ড পাওয়ার পয়েন্টের কাজে দক্ষ হতে হবে।
দল বদ্ধ হয়ে কাজের আগ্রহ থাকতে হবে। কো-অর্ডিনেশনের কাজে পারদর্শী হতে হবে। যোগাযোগ দক্ষতা ও ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে। ব্র্যান্ডিং ও প্রমোটিং পার্টনারশিপ ভিত্তিক কাজে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এছাড়াও উপস্থাপনায় দক্ষ হতে হবে।
চূড়ান্ত নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার পর কক্সবাজারে কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : ১২০,২৬৩ বেতন প্রদান করা হবে। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে স্বাস্থ্য বিমা, দুর্ঘটনা ও অসুস্থতা বিমার সুবিধা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ১৩ জুন, ২০২২
আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে সিভি পাঠাতে হবে un@e-zonebd.com এই ঠিকানায়
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-