কক্সবাজারে শিশু হত্যা : চাচির যাবজ্জীবন

চকরিয়া প্রতিনিধি •

কক্সবাজারের চকরিয়া উপজেলায় শিশু রিফাত (৪) হত্যা মামলায় জাকিয়া সুলতানা লালু নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ জুন) দুপুর সাড়ে ১২টায় কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোজাফ্ফর আহমদ হেলালী এ তথ্য জানিয়েছেন। জাকিয়া সুলতানা লালু চকরিয়ার খুটাখালীর সৈয়দ হোসেনের স্ত্রী এবং ভুক্তভোগীর চাচি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৭ অক্টোবর সৈয়দ আকবরের ছেলে রিফাতকে তার ছোট ভাইয়ের স্ত্রী জাকিয়া শ্বাসরোধে হত্যা করে। এরপর টয়লেটের খোলা ট্যাংকে লুকিয়ে রাখে। পরে সেখান থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে বাড়িতে থাকা নিহত রিফাতের চাচি জাকিয়াকে গ্রেপ্তার করা হয়। ৮ অক্টোবর রিফাতের বাবা সৈয়দ আকবর বাদী হয়ে চকরিয়া থানায় মামলা করেন।

আরও খবর