কক্সবাজার অফিস •
কক্সবাজার শহরের সমিতি পাড়া এলাকার ইয়াবা ডন সৈয়দ আলমকে গ্রেপ্তার করেছে র্যাব ১৫ এর সদস্যরা। ছৈয়দ আলম পৌরসভার ১নং ওয়ার্ড পশ্চিম কুতুবদিয়া পাড়াস্থ নাজিরারটেক এলাকার মৃত ফজল করিমের ছেলে।
শনিবার (৪ জুন) দুপুরে সমিতি পাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামীর বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৬২, জিআর নং-১০১২/১৯, ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারা মূলে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব- ১৫ এর সহকারি পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানান- গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সমিতিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামী মো. ছৈয়দ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে- পুরো ১নং ওয়ার্ডে আলোচিত অপরাধীদের মধ্যে শীর্ষ রয়েছে ছৈয়দ আলম। একই সাথে কক্সবাজারের শীর্ষ একজন ইয়াবা কারবারিও। ইতিমধ্যে বহুবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালিয়েছিল; কিন্তু গ্রেপ্তার করতে পারেনি। কুতুবদিয়া পাড়া ও নাজিরারটেক এলাকায় বহু অপরাধের জম্ম দেন এই ছৈয়দ আলম। স্থানীয় কতিপয় আওয়ামীলীগ ও যুবলীগ নেতাদের সেল্টারে দীর্ঘদিন ধরে অপরাধ কর্মকান্ড চালায় ইয়াবা ডন ছৈয়দ আলম।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-