রোহিঙ্গা শিবিরে ১৮ লাখ ইয়াবা উদ্ধার ৮ এপিবিএন’র

ইমরান আল মাহমুদ:

রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা ১১টি ক্যাম্পে অভিযান চালিয়ে ১৬ মাসে ১৮ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে।

বিষয়টি কক্সবাজার জার্নাল কে নিশ্চিত করে ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন জানায়,গত ৩ জুন রাত ১০টায় সহকারী পুলিশ সুপার মোঃ জালাল উদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে পুলিশ ইন্সপেক্টর (নিঃ) মোঃ মাহবুব আলম সহ সঙ্গীয় ফোর্সরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ক্যাম্প-১৯ এর বি-১৬ ব্লকের ব্র্যাক লার্নিং সেন্টারের সামনে রাস্তায় ৭ হাজার পিস ইয়াবাসহ একই ক্যাম্পের নুর হাকিমের ছেলে মোহাম্মদ ইদ্রিস(৩১) গ্রেফতার করতে সক্ষম হয়। এই অভিযানের মধ্য দিয়ে ৮ এপিবিএন গত ১৬ মাসেরও কম সময়ে ১৮ লাখ পিস ইয়াবা উদ্ধারের মাইলফলক অতিক্রম করলো। গতবছরের ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু করে সর্বশেষ ৩জুন পর্যন্ত ৮ এপিবিএন এর ইয়াবা উদ্ধারের পরিমান ১৮ লক্ষ ৩১৭ পিস বলে জানান তিনি।

এর আগে চলতি বছরের প্রথম ৫ মাসে ১০ লক্ষ পিস ইয়াবা উদ্ধারের মাইলফলক অতিক্রম করে ৮ এপিবিএন।

উক্ত মাইলফলক অতিক্রম করার পর কমান্ডিং অফিসার(পুলিশ সুপার) ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন মোহাম্মদ সিহাব কায়সার খান সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও মাদক উদ্ধার কার্যক্রম জোরদার করতে সকলকে নির্দেশনা প্রদাণ করেন।

আরও খবর